লাস পালমাসের বিপক্ষে কষ্টার্জিত জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। শনিবার রাতে লাস পালমাসের মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালানরা। দানি ওলমোর দুর্দান্ত গোল এবং ম্যাচের শেষ মুহূর্তে ফেরান তোরেসের আরেকটি গোল তিন পয়েন্ট নিশ্চিত করে ব্লুগ্রানাদের।
তিন পয়েন্টের স্বস্তি মিললেও দলের পারফরমেন্সে মনে ভরেনি কোচ হান্সি ফ্লিকের। ম্যাচ শেষে ফ্লিক বললেন, এটা মোটেও ভালো ম্যাচ হয়নি, তবে আমরা জিতেছি। ম্যাচের কঠিনতার কারণে আমি ক্লান্ত বোধ করছি। কোচের কথাতেই স্পষ্ট কতোটা ভুগতে হয়েছে বার্সেলোনাকে। বিশেষ করে, প্রথমার্ধ শেষে তার কপালে ছিল চিন্তার ভাজ। সামনে তাকিয়ে তাই উন্নতি অনেক অবকাশ দেখছেন কোচ।
লাস পালমাসের মাঠে প্রথমার্ধে গোল বের করতে পারেনি বার্সেলোনা। খুব গুছিয়ে আক্রমণও করতে পারেনি তারা। বরং খেলা ছিল কিছুটা ছন্নছাড়া। বদলি নামা দানি ওলমোর গোলে ৬২তম মিনিটে দুর্ভাবনা কিছুটা দূর হয় তাদের। পরে ৯০ মিনিটে শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলের জয় আরও নিশ্চিত করেন বদলি নামা আরেক ফুটবলার ফেররান তরেস।
ম্যাচ শেষে ফ্লিক আরও বলেন, ‘এই ম্যাচ নিয়ে আমি পুরোপুরি খুশি নই। তিন পয়েন্ট পেয়ে অবশ্য খুশি। প্রথমার্ধ শেষে চিন্তিত ছিলাম। বিরতিতে কিছু ব্যাপার শুধরে নিতে বলেছি দলকে। তারা উপলব্ধি করতে পেরেছে এবং পরে পারফরম্যান্সের উন্নতি হয়েছে। তারা দেখেছে, কীভাবে দ্বিতীয়ার্ধে উন্নতি করা যায়।’
কোন জায়গায় উন্নতর তাগিদ দিয়েছিলেন দলকে, সেটিও তুলে ধরলেন বার্সেলোনা কোচ।
“ব্যাপারটি ছিল পুরো দল মিলে দলের জন্য সম্পৃক্ত হওয়া। আরেকটি ম্যাচে গোল না খেয়ে পার করে দেওয়া ছিল গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে আমরা অনেক বল হারিয়েছি। এই জায়গায় উন্নতি করাও জরুরি ছিল।”
এ দিনই আগের ম্যাচে ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। তবে কয়েক ঘণ্টা পরই আবার এই জয়ে বার্সেলোনা উঠে যায় শীর্ষে। ২৫ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫৪, আতলেতিকোর ৫৩। তিনে থাকা রিয়ালের পয়েন্ট ৫১। রিয়াল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
বিডি প্রতিদিন/নাজিম