ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্ব পছন্দ হয়নি সাবেক পাক ক্রিকেটার আহমেদ শেহজাদের। পাক অধিনায়কের নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন তিনি। শেহজাদের মতে, রিজওয়ানের সিদ্ধান্ত ছিল শিশুর মতো।
করাচিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পাকিস্তান। আগে ব্যাটিং করে ২৪২ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে ২৮ বল আগে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করে রেকর্ড গড়েছিল পাকিস্তান। কিউয়িদের বিরুদ্ধেও রান তাড়া করতে পারত রিজওয়ানের দল। কিন্তু টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
রিজওয়ানের এই সিদ্ধান্তেই যত আপত্তি শেহজাদের। পাকিস্তানের আর দশজন সাবেক ক্রিকেটারের মত শেহজাদেরও রয়েছে ইউটিউব চ্যানেল। সেখানে আলোচনায় শেহজাদ বলেছেন, ‘(টস জিতে) প্রথমে ব্যাটিং করা অবিশ্বাস্য এক সিদ্ধান্ত ছিল, বিশেষ করে যখন আগের ম্যাচে দেখা গেছে যে রাতে ব্যাটিংয়ের জন্য পিচ সহায়ক হয়ে ওঠে। স্পিনাররা বলে গ্রিপ করতে পারে না। তারপরও তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো - কোনো ব্যাখ্যা নেই।’
শেহজাদ আরও বলেছেন, ‘প্রতিটি সিদ্ধান্তে, ব্যাটিংয়ে নিরাপদ পথে হেঁটেছে পাকিস্তান অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যথেষ্ট স্পিনার না রাখার সিদ্ধান্ত হোক কিংবা আজকের ম্যাচে ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর জন্য মোহাম্মদ হাসনাইনের জায়গায় অলরাউন্ডার ফাহিম আশরাফকে নেওয়া। অথচ, আশরাফ কেবল দুই ওভার বোলিং করেছে। ফাইনালে শিশুর মতো সিদ্ধান্ত নিলে এবং ভুল করলে খেসারত দিতেই হবে। এক্ষেত্রে আপনি তখনই জেতার সুযোগ পাবেন, যখন প্রতিপক্ষ ভালো খেলবে না কিংবা তাদের মূল খেলোয়াড়রা অনুপস্থিত থাকবে।’
আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান।
বিডি প্রতিদিন/নাজিম