চোট আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইতিমধ্যেই একাধিক ক্রিকেটার ছিটকে গিয়েছেন চোটের জন্য। সেই তালিকায় নতুন সংযোজন এবার নিউজিল্যান্ড পেসার বেন সিয়ার্স। তার ছিটকে যাওয়ার বিষয়টি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।
বোর্ড জানিয়েছে, ‘ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালের আগে করাচিতে ট্রেনিং সেশনে চোট পান সিয়ার্স। ব্যথা অনুভব করেন হ্যামস্ট্রিংয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না পেসার সিয়ার্স।’
কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা বেনের মনের অবস্থা বুঝতে পারছি। একদম শেষ মুহূর্তে মেজর টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা ভীষণ কষ্টের। প্রথম আইসিসি ইভেন্ট হওয়ায় বেনের জন্য এটা আরো কষ্টের।’
সিয়ার্সের কপাল পোড়ায় চ্যাম্পিয়ন ট্রফির দরজা খুলেছে জ্যাকব ডাফির। তার বদলে দলে জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী পেসার। ২৭ বছর বয়সী পেসার ছিটকে গেলেও রাচিন রবীন্দ্রর বিষয়ে সুসংবাদ পেয়েছে কিউইরা। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে কপালে আঘাত পাওয়া বাঁহাতি অলরাউন্ডার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।
তবে পুরোপুরি এখনো সুস্থ হননি। কিউইরা আশা করছে, কনকাশন পরীক্ষায় পাস করে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন তিনি। এর আগে চোটের কারণে বাদ পড়েছেন- জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, মিচেল মার্শ, জ্যাকব বেথেল, সাইম আইয়ুবের মতো তারকা ক্রিকেটাররা। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে সিয়ার্সেরই দল নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/নাজিম