লা লিগার শীর্ষ তিন দলই এবার কোপা দেল রে’র শেষ চারে। সঙ্গে আছে সাতে থাকা রিয়াল সোসিয়েদাদও। সেমিফাইনালে আরেকটা ‘এল ক্লাসিকো’র সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত আর সেটা হয়নি। রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্ধী রিয়াল সোসিয়েদাদকে। আর লা লিগার দুই ও তিনের লড়াই হবে সেমিতে অর্থাৎ বার্সার মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ।
বুধবার লাস রোসাসের সিউদাদ দেল ফুটবলে স্প্যানিশ কোপা দেল রে'র ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই নির্ধারিত হয় চার দলের প্রতিপক্ষ।
কোপার আগের ধাপগুলোতে এক লেগে খেলা হলেও সেমিফাইনাল দুটি লেগে অনুষ্ঠিত হবে।
রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ ম্যাচের প্রথম লেগ হবে সোসিয়েদাদের মাঠ আনোয়েতায় (২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২.৫০টায়), আর ফিরতি লেগ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে (১ এপ্রিল দিবাগত রাত ১.৫০টায়)।
অপর সেমিফাইনালে বার্সেলোনা-আতলেতিকো ম্যাচের প্রথম লেগ অনুষ্ঠিত হবে মন্টজুইকে (২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২.৫০টায়), আর ফিরতি লেগ হবে মেট্রোপলিতানোতে (২ এপ্রিল দিবাগত রাত ১.৫০টায়)।
টানা ষষ্ঠবারের মতো সেভিয়ার ঐতিহাসিক লা কার্তুহায় অনুষ্ঠিত হবে এবার কোপা দেল রে’র ফাইনাল। ফাইনাল ম্যাচটি নির্ধারিত হয়েছে ২৬ এপ্রিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ