আগামী ১৯ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে। যেখানে বাংলাদেশ দল ছাড়াও মাঠের দায়িত্ব পালন করার ক্ষেত্রে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে আছেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে দায়িত্ব পালন করবেন সৈকত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার করাচির ওই ম্যাচে অপর ফিল্ড আম্পায়ার থাকবেন রিচার্ড ক্যাটেলবরা। এছাড়া জোয়েল উইলসন থাকবেন টিভি আম্পায়ার। অন্যদিকে আলেক্স রোয়াফট থাকবেন চতুর্থ আম্পায়ার। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পেক্রফট।
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আইসিসি এলিট প্যানেলের এই আম্পায়ার।
এরপর ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। তার সঙ্গে থাকবেন জোয়েল উইলসন।
সবশেষ ১ মার্চ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।
বিডি প্রতিদিন/মুসা