চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের খেলা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। অষ্টম রাউন্ডে একই দিনে একই সময়ে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী ৩৬ দল। অর্থাৎ একই সময়ে ইউরোপজুড়ে ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের ফুটবলে এ এক অভূতপূর্ব ঘটনা। এই ১৮ ম্যাচে মোট তিনজন খেলোয়াড় হ্যাটট্রিক করে রাতটা নিজেদের করে নিয়েছেন। তাদের হ্যাটট্রিকে দলও জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের খেলায় হ্যাটট্রিক করেছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তার হ্যাটট্রিকেই মোনাকোকে হারিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
একই দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে হ্যাটট্রিক করেছেন আরও দুই তারকা। সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে অ্যাস্টন ভিলাকে সেরা আটে জায়গা করে দিয়েছেন মর্গান রজার্স। আর পিএসজির নকআউট পর্ব নিশ্চিত হয়েছে ওসমান দেম্বেলের হ্যাটট্রিকে। তার দল হারিয়েছে ভিএফবি স্টুটগার্টকে।
ইন্টার মিলানের সেরা আটে থাকা নিশ্চিত হয়েছিল আগেই। লিগ পর্বের শেষ ম্যাচটা তাদের জন্য পয়েন্ট তালিকায় স্থান সুসংহত করার উপলক্ষ ছিল। সুযোগটা কাজে লাগিয়েছে নেরাজ্জুরিরা। মোনাকোকে তারা হারিয়েছে ৩-০ গোলে।
ঘরের মাঠ সান সিরোতে ইন্টার মিলানের তিনটি গোলই আসে অধিনায়ক লাউতারো মার্টিনেজের পা থেকে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচে ৫ গোল করলেন এই আর্জেন্টাইন।
এদিকে এমএইচপিঅ্যারেনায় পিএসজির জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। হারলেই বাদ পড়তে হতো তাদের। এমন ম্যাচে বুন্দেস লিগার দল ভিএফবি স্টুটগার্টকে তারা হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। এই জয়ে ১৫তম হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওসমান দেম্বেলে। ব্রাডলি বারকোলার গোলে পিএসজি ডেডলক ভাঙার পর পাদপ্রদীপের আলো নিজের দিকে টেনে নেন দেম্বেলে। ১৭, ৩৫ এবং ৫৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক।
হ্যাটট্রিক করেছেন মর্গান রজার্সও। অ্যাস্টন ভিলার স্বপ্নের মতো কাটানো চ্যাম্পিয়ন্স লিগে রজার্স আরও একটা পালক যুক্ত করেছেন। স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে ৪-২ গোলে হারিয়ে সেরা আটে থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে উনাই এমেরির শিষ্যরা।
বিডি প্রতিদিন/মুসা