খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। বরিশালের ১৬৭ রানের পুঁজির জবাবে ১৬০ রানে থেমেছে খুলনা। ম্যাচে ব্যাট হাতে ১৯ বলে ৩৯ রানের ক্যামিওর পাশাপাশি বল হাতে ১৭ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। দারুণ থ্রো করে মাহিদুল ইসলাম অঙ্কনকে রান আউট করে এদিন ফিল্ডিংয়েও উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিশাদ বলেন, ‘দিন আসলে আমার ছিল কিনা জানি না আমি চেষ্টা করেছি জাস্ট এই এতটুকুই। আসলে লং বাউন্ডারিতে ফিল্ডিং করলে এরকম সুযোগ কয়েকটা আসে। কাভার করতে পারেছি তো এজন্য এডজাস্ট করে মেরে দিয়েছি আরকি।’
এছাড়া ফিল্ডিং প্র্যাকটিসের ব্যাপারে রিশাদ বলেছেন, ‘ফিল্ডিং প্র্যাকটিস তো একটু ভিন্ন হয় অ্যাটাকিং। যেহেতু লং এ ফিল্ডিং করি আরকি। বাউন্ডারিতে স্লগ ওভারে ফিল্ডিং করলে একটু অ্যাটাকিং এবং আগ্রাসী থাকতে হয় এটাই আরকি।’
৮ ম্যাচে ৬ জয়ের ফলে ১২ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ