স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশে থেকে ম্যাচ শুরু করেছিলেন বার্সেলোনার ইনিগো মার্তিনেজ। ম্যাচের ২৯তম মিনিটে পায়ে অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। ম্যাচটি শেষ পর্যন্ত বার্সা বিশাল ব্যবধানে জিতলেও দুঃসংবাদ পেলেন মার্তিনেজ। চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এসএ-এর প্রতিবেদন অনুযায়ী, ডান পায়ের ফিমোরাল বাইসেপসে পেশি ছিঁড়ে গেছে মার্তিনেজের। এ কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ এই ডিফেন্ডারকে।
এদিকে, মার্টিনেজের ইনজুরিতে বড় ধাক্কা খেলো বার্সেলোনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন তিনি।
ইনজুরি কাটিয়ে সুপার কাপের ফাইনাল দিয়ে মাঠে ফেরেন বার্সেলোনার ডিফেন্ডার আরাউহো। গুঞ্জন রয়েছে, পর্যাপ্ত প্লেয়িং টাইম না পাওয়ায় বার্সা ছেড়ে জুভেন্তাসে যোগ দিতে পারেন তিনি। তবে, সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। আবার এর মধ্যে মার্তিনেজ চোটে পড়ায় নিশ্চিতভাবেই পর্যাপ্ত প্লেয়িং টাইম পাবেন আরাউহো। তাই হয়তো আর আপাতত বার্সা ছাড়তে হচ্ছে না তাকে।
বিডি প্রতিদিন/কেএ