দিনের পর দিন যেই লড়াই দেখতে অপেক্ষায় থাকতে হয় বিশ্বের ফুটবলপ্রেমীদের; সেই এল-ক্লাসিকো ছিল রবিবার (১২ জানুয়ারি) রাতে। মরুর বুকে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। যেই ম্যাচটিতে পাখির চোখ করেছিল সমর্থকরা। তবে রিয়াল যেই ফুটবল খেলেছে তাতে হতাশই হতে হয়েছে দলটির সমর্থকদের। প্রতিদ্বন্দ্বিতা দূরে থাক রীতিমতো বিধ্বস্ত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোই রিয়াল ম্যাচ হেরেছে ৫-২ গোলে। রিয়ালের এমন খেলায় চরম হতাশ দলটির কোচ কার্লো আনচেলত্তি। তাই আর যায় হোক এমন খেলাকে ফুটবল মানতে নারাজ তিনি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।’
শুরুতে এগিয়েও গিয়েছিল রিয়াল, ম্যাচে তাদের সাফল্য বলতে অতটুকুই। এরপর রিয়ালের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা। এ দিন বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলকে থামানোর কোনো উপায়ই যেন জানা ছিল না রিয়ালের। যে কারণে প্রতিশোধ দূরে থাক, কোনো প্রতিরোধই গড়তে পারেনি কার্লো আনচেলত্তির দল।
জেদ্দার এই ম্যাচে প্রথমার্ধেই ৪-১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। গুরুত্বপূর্ণ ম্যাচে এত বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য নাটকীয় কিছুই করতে হতো রিয়ালকে। কিন্তু সেটি করতে পারেনি ইউরোপের সফলতম দলটি।
ম্যাচে রিয়াল কোথায় ভুল করেছে তা ব্যাখ্যা করে আনচেলত্তি বলেন, ‘আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। আমি তাদের বলেছি তারা হারতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’
বিডি প্রতিদিন/নাজিম