২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচের দায়িত্বে আর থাকছেন না বলেই আগাম ঘোষণা দিয়েছেন দিদিয়ের দেশম।
গতকাল তিনি জানিয়েছেন শেষ বলার এটাই উপযুক্ত সময়, ‘২০২৬ সালে এটা (পথচলা) শেষ হবে। নিজের কাছে আমি এ বিষয়ে পরিষ্কার। ফ্রান্সকে শীর্ষ পর্যায়ে ধরে রাখতে একই রকম পেশাদারি ও আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে আসছি; তবে ২০২৬ বিশ্বকাপের পর ইতি টানার দারুণ সময়।’
খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বের তৃতীয় ব্যক্তি হিসেবে বিশ্বকাপ উঁচিয়ে ধরার কীর্তি আছে দিদিয়ের দেশমের।
২০১৮ সালে কোচ হিসেবে এবং ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের স্বাদ পেয়েছিলেন তিনি। ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব চেপেছিল তাঁর কাঁধে। তার অধীনে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ফরাসিরা। সেই ফাইনালে হেরে গেলেও দুই বছর পর রাশিয়ায় বিশ্বকাপ জয়ের উৎসবে মাতেন এমবাপ্পেরা।
এরপর ২০২১ সালে উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। বিদায়ের ঘোষণায় দেশম আরো বলেছেন, ‘সব ভালো কিছুরই একদিন শেষ হয় এবং আপনাকে জানতে হবে, কখন থামতে হবে। এই দলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ২০২৬-এ যেটা ১৪ বছর হবে।’
দেশমের পরের গন্তব্য কী? এর উত্তর না দিলেও জানালেন, আপাতত ফ্রান্স দলের সঙ্গে বাকি দেড় বছর কিভাবে পার করা যায় সেটারই পরিকল্পনা করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ