মেলবোর্ন টেস্টে হারের পর ভারতের ড্রেসিংরুমের পরিস্থিতি ‘অশান্ত হয়ে ওঠার’ খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। এসব খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ভারত কোচ গৌতম গম্ভির। তবে একেবারেই যে কিছু হয়নি, তেমন কিছুও বলেননি তিনি। খেলোয়াড়দের সঙ্গে খোলামেলা আলোচনার পর আপাতত সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন দেশটির সাবেক ব্যাটসম্যান।
বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত। বক্সিং ডে টেস্টে হারের পর নাকি মেজাজ হারিয়ে ফেলেন গম্ভির। এমনকি ড্রেসিংরুমে উত্তপ্ত বাক্যবিনিময় করেন তিনি। দলের হারের ধরন ও ব্যাটসম্যানদের দায়িত্ববোধ নিয়েও নাকি প্রশ্ন তোলেন তিনি। সম্প্রতি এসব ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে।
সিডনিতে আজ শুক্রবার শুরু হয়েছে দুই দলের পঞ্চম ও শেষ টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে চলমান আলোচিত বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন গম্ভির। যদিও ‘ড্রেসিং রুমের বিরোধ’ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। তিনি জানান, “মনে হয় না, আমার এসব প্রতিবেদনের জবাব দেওয়ার প্রয়োজন আছে। সেখানে (ড্রেসিংরুমে) কিছু সত্যি কথা বলা হয়েছে, আমি শুধু এটুকুই বলতে পারি। আপনি যদি এগিয়ে যেতে চান এবং দুর্দান্ত কিছু অর্জন করতে চান, তবে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ড্রেসিং রুমে সব সময় সৎ ব্যক্তিদের থাকা উচিত বলে মনে করেন গম্ভির। তার মতে, কেবল এভাবেই এগিয়ে যাবে ভারতের ক্রিকেট। তিনি বলেন, “দেখুন, আমি একটা কথাই বলব, ড্রেসিংরুমে যতক্ষণ সৎ মানুষ থাকবে, ভারতের ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। যেকোনো পালাবদলের জন্য সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিনিয়র খেলোয়াড়দের পর্যায়ক্রমে বাদ পড়া কিংবা তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার বিষয় নয় এটি। একটি যোগ্যতাই কেবল খেলোয়াড়দের ড্রেসিংরুমে রাখতে পারে, আর সেটা হলো পারফরম্যান্স।”
লের মাঝে কিছুটা অস্থির অবস্থা বিরাজ করলেও সিডনিতে জয়ের প্রশ্নে আত্মবিশ্বাসী গম্ভির। সিরিজ ড্র করতে পারার অবস্থায় থাকতে পেরে খুশি তিনি। গম্ভীর বলেন, “৪০-৪৫ দিন আগে কেউ যদি বলত আমরা এই পরিস্থিতিতে থাকব, যে সিডনিতে এসে সিরিজটি ড্র করতে পারব, তাহলে আমার মনে হয় এটা বেশ ভালো অবস্থান হতো। আমার মনে হয় না, কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ