গত জুনে শ্রীলঙ্কা সফরে অভিমানে টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। চার মাস পর তার অভিমান ভাঙান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে। ১১-১৫ নভেম্বর এবং ১৯-২৩ নভেম্বর দুই টেস্ট ম্যাচ সিরিজের জন্য বিসিবি ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান, উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও ওপেনার এনামুল হক বিজয়। তাদের পরিবর্তে কোনো ক্রিকেটার নেওয়া হয়নি। প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং স্পেশালাইজড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল এবং টিম ডিরেক্টরের দাযিত্ব পালন করবেন আবদুর রাজ্জাক রাজ।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।