চার মাস আগে অভিমানে টেস্ট নেতৃত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি অভিমান ভাঙিয়ে পুনরায় টেস্ট নেতৃত্ব তুলে দিয়েছে তার হাতে। ১১ নভেম্বর শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন নাজমুল। জাতীয় ক্রিকেটে রাজশাহীকে নেতৃত্ব দিয়ে নিজের অধিনায়কত্ব ঝালিয়ে নিচ্ছেন তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল এক দিন হাতে রেখে রাজশাহী ৭ উইকেটে খুলনাকে হারিয়ে জয় তুলে নিয়েছে। জাতীয় ক্রিকেটের প্রথম রাউন্ডে রাজশাহী ১১২ রানে হেরেছিল চট্টগ্রামের কাছে। জাতীয় ক্রিকেটের বাকি ম্যাচগুলোর মধ্যে ড্রয়ের পথে এগোচ্ছে ঢাকা-সিলেট ম্যাচ। কক্সবাজারে তৃতীয় দিন খেলা হয়নি ময়মনসিংহ-রংপুর ম্যাচ। তৃতীয় দিন শেষে যে চিত্র, তাতে ড্রয়ের পথেই এগোচ্ছে ম্যাচটি। কক্সবাজারে আরেক ম্যাচও বৃষ্টি বাধাগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম-বরিশাল ম্যাচও ড্রয়ের পথে। আয়ারল্যান্ড টেস্টের জন্য নিজের প্রস্তুতি সেরে নিচ্ছেন বাংলাদেশের পক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার হাতছানি দেওয়া মুশফিকুর রহিম। জাতীয় ক্রিকেটের ২৭তম আসরে সাবেক অধিনায়ক খেলছেন সিলেটের পক্ষে। আসরের দ্বিতীয় রাউন্ডে ঢাকার বিপক্ষে ম্যাচে তিনি তৃতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন ৯৩ রানে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে নিজের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছেন ৯৮ টেস্ট খেলা মুশফিক। কক্সবাজার স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে চট্টগ্রাম প্রথম ইনিংসে সাদিকুর রহমানের সেঞ্চুরিতে ৩৫৮ রান করে। সাদিকুর ১৭৪ বলে ১২২ রান করেন ৮ চার ও ৫ ছক্কায়। ৯২ রান করেন মুমিনুল হক। বরিশাল দ্বিতীয় দিন পার করেছিল ২ উইকেটে ১১৫ রান তুলে। গতকাল তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ১৫ ওভার। ২ উইকেটে ১৬৬ রান তুলে দিন পার করেছে দলটি। সালমান হোসেন ইমন অপরাজিত থাকেন ৭৫ রানে। কক্সবাজারে মাঠ পুরোপুরি ভেজা থাকায় তৃতীয় দিন একটি বলও হয়নি। দ্বিতীয় দিন শেষে ম্যাচে ময়মনসিংহের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫৫ রানের জবাবে রংপুরের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮ রান। ময়মনসিংহের পক্ষে সেঞ্চুরি করেছেন মাহফিজুল ইসলাম ১২৭, মোহাম্মদ নাঈম শেখ ১১১ ও আবদুল মজিদ অপরাজিত ১১৯। সিলেট একাডেমি মাঠে ম্যাচে ধীরলয়ে ব্যাটিং করেছে স্বাগতিকরা। সফরকারী ঢাকার প্রথম ইনিংসে ৩১০ রানের জবাবে স্বাগতিকরা গতকাল পার করেছে ৬ উইকেটে ২৬০ রান তুলে। আজ চতুর্থ ও শেষ দিন ৫০ রানে পিছিয়ে খেলতে নামবেন মুশফিকুর রহিমরা। প্রথম দিন ৫ উইকেটে ১২২ রান করেছিল ঢাকা। দ্বিতীয় দিন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে ৩১০ রান করে। সিলেট ১২ ওভারে বিনা উইকেটে ৩৩ রান করে দিন পার করেছে। গতকাল তৃতীয় দিন ২৬০ রান তুলেছে ৭ উইকেট হারিয়ে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিং করছেন ৯৩ রানে। ১৭০ বলের ইনিংসটিতে রয়েছে ৪টি চার ও ২টি ছক্কা।
শিরোনাম
                        - রাজবাড়ীতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন
 - জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
 - অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - রাজধানীতে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
 - মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেরুর
 - মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
 - ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের
 - আবু সাঈদ হত্যা : সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ আবারও পেছাল
 - ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক ১৮ নভেম্বর
 - যে জেলার কোনও আসনেই প্রার্থী দেয়নি বিএনপি
 - মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩
 - সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
 - সাইফার্ট ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন মিচেল
 - সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘বিদেশ ফেরত’
 - যে কারণে ৭৫ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর ভিসা আবেদন বাতিল কানাডার
 - নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
 - তুষারধসে নেপালে বিদেশি পর্বতারোহীসহ সাতজনের মৃত্যু
 - উত্তর কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদপ্রধানের মৃত্যু
 - নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা এনসিপির
 - আজ ঢাকার বাতাসের মান কেমন?