সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন অর্পিতা বিশ্বাসরা। গতকাল ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিঠাঙ স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ জয়ে ডাবল রাউন্ড রবিন পর্বের প্রথম লেগ শেষে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে মাহবুবুর রহমানের শিষ্যরা। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ভারত অবস্থান করছে শীর্ষে।
নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে বেশ কয়েকটা গোলের সুযোগ হারায় অর্পিতারা। তবে প্রথমার্ধের শেষ দিকে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। থুইনুই মারমা ম্যাচের ৪১ মিনিটে ডি বক্সের ভিতর থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। এরপর ৪৫ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক ডি বক্সের বাইরে চলে এলে সুযোগ পেয়ে জোরালো শটে গোল করেন সৌরভী আকন্দ প্রীতি। ম্যাচের শেষ দিকে রিয়ার গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছেন অর্পিতা বিশ্বাসরা।
গতকাল দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। জয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন আনুশকা কুমারী। এ ছাড়া আভিস্তা বাসনেট দুটি এবং পার্ল ফার্নান্দেজ, দিব্যানি লিন্ডা ও ভ্যালানিয়া ফার্নান্দেজ একটি করে গোল করেন। ভারত প্রথম ম্যাচে নেপালকে ৭-০ এবং পরের ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারায়। দ্বিতীয় লেগে কঠিন লড়াই করতে হবে অর্পিতাদের। ২৭ আগস্ট নেপাল, ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ তিন ম্যাচে জয়ের বিকল্প নেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনটা ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে। তবে ভারত গোল ব্যবধান বাড়িয়ে নিয়েছে অনেক। তারা তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ গোল দিয়েছে। একটা গোলও হজম করেনি। বিপরীত দিকে বাংলাদেশ ৬ গোল দিয়ে হজম করেছে ৩ গোল। পয়েন্ট তালিকায় গোল ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিরোপার লড়াইয়ে। বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে দ্বিতীয় রাউন্ডে এক ম্যাচ হার ও এক ড্র করতে হবে। শেষ ম্যাচে তারা যদি বাংলাদেশের কাছে হেরেও যায় গোল ব্যবধানে শিরোপা জিতবে। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে মেয়েরা শিরোপা ধরে রাখলেও অনূর্ধ্ব-১৭-তে তা অপূর্ণই থেকে যাচ্ছে। বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় তা হবে বড় অঘটন। দেখা যাক শেষ পর্যন্ত অর্পিতাদের কপাল খুলে কিনা।