চাঁদপুর থেকে ঢাকাগামী বোগদাদিয়া-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়েছে। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী রয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাত ৯টার দিকে এমভি ইমাম হাসান নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া লঞ্চের কিছু যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এদিকে, বাকি যাত্রীদের উদ্ধারে বোগদাদিয়া-৮ লঞ্চ কাজ করছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন,লঞ্চটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকা পড়ে। বর্তমানে দুটি লঞ্চ যাত্রীদের উদ্ধারে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা