ঘরোয়া ফুটবল দলবদলে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্সআপ আবাহনী নিষ্ক্রিয় হয়ে বসেছিল। কোনো খেলোয়াড়ের সঙ্গে আলাপই করছিলেন না কর্মকর্তারা। বলবেনই বা কীভাবে, অর্থ পাবেন কোথায়। যাক শেষের দিকে এসে কিছুটা সরব হয়ে উঠেছে দুই ক্লাব। আগেই ফকিরেরপুল ইয়ংমেন্সের এক খেলোয়াড়কে দলে টানা নিশ্চিত করেছিল সাদা-কালোরা। এখন আক্রমণভাগের খেলোয়াড় সুমন রেজাকে দলে ভিড়িয়েছে। সুমন গেল মৌসুমে ঢাকা আবাহনীর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন। তবে নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। মোহামেডানের অভিজ্ঞ সংগঠক ফজলুর রহমান বাবুল বলেন, ‘অর্থসংকট তীব্র আকার ধারণ করেছে। ভালোভাবে দল সাজাব সেই উপায় নেই। তারপরও যাদের নেওয়া হচ্ছে, তারা আলো ছড়াবেন। হ্যাঁ, সুমনকে আমরা নিয়েছি। দেখা যাক, কতদূর যেতে পারি।’
ঢাকা আবাহনীরও নাজুক অবস্থা। তারপরও তারা ভালো দল গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় দলে খেলা পুলিশের আল আমিন ও বসুন্ধরা কিংসের শেখ মোরসালিনকে দলে নেওয়া নিশ্চিত করেছে। একটি সংবাদমাধ্যমে বিষয়টি স্বীকারও করেছেন মোরসালিন।
আরও বড় চমক হচ্ছে, মোহামেডানের মালির ফুটবলার সুলেমান দিয়াবাতের সঙ্গে আবাহনীর নাকি চূড়ান্ত আলাপ হয়ে গেছে। অবশ্য আবাহনী থেকে মো. হৃদয়, গোলরক্ষক মিতুল মারমা ও শাহারিয়ার ইমন নতুন ঠিকানা বেছে নিয়েছেন। জানা গেছে, তিনজনকেই বসুন্ধরা কিংসে দেখা যেতে পারে।