টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সি এ তারকা ক্রিকেটারের অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। ৬৭ টেস্ট খেলে থামল রোহিতের ১১ বছরের টেস্ট ক্যারিয়ার। ২০১৩ সালে এ সংস্করণে পা রেখে রান করেছেন ৪ হাজার ৩০১। তাঁর ব্যাটিং গড় ৪০.৫৭, স্ট্রাইক রেট ৫৭.০৫। নামের পাশে ১২ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ১৮টি। একটি ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১২। ২০২২ সালে টেস্টের নেতৃত্ব পান রোহিত। তাঁর অধিনায়কত্বে ২৪ টেস্ট খেলে ১২টিতে জিতেছে ভারত, ৯টিতে হেরেছে, ড্র করেছে ৩টি। টি-২০ থেকে আগেই বিদায় নিয়েছেন রোহিত। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় বললেন। তবে ওয়ানডে ক্রিকেট খেলে যাবেন। বিদায়ের কথা জানাতে গিয়ে রোহিত বলেন, ‘সবাইকে জানাতে চাই যে টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। বছরের পর বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। ওয়ানডে সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।’
আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। হেডিংলিতে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২০ জুন। এর আগেই ভারতকে নতুন অধিনায়ক খুঁজতে হবে।