বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এস এম সুমন নির্বাচিত হয়েছেন। শুক্রবার নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএর সিনিয়র সদস্য মো. শফিকুল করিম সাবু। নতুন কার্যনির্বাহী কমিটিতে রায়হান আল মুঘনি, বর্ষণ কবির ও আরিফুল ইসলাম রনি সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আরাফাত জোবায়ের যুগ্ম সম্পাদক ও মিনহাজ উদ্দিন খান অর্থ সম্পাদক হয়েছেন। এ ছাড়া ছয়জন সদস্য মাজহার উদ্দিন অমি , জ্যোতির্ময় মন্ডল, রবিউল ইসলাম, ইয়াসিন হাসান রাব্বী, আতিফ আজম ও মো. মাঝহারুল ইসলাম মিথুন নির্বাচিত হয়েছেন।