জিতলেই পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে যেত অগ্রণী ব্যাংক। তলানির দল পারটেক্সের বিপক্ষে ফেবারিট হয়েই খেলেছে মিরপুর স্টেডিয়ামে। কিন্তু চরম নাটকীয়তায় ভরা ম্যাচটি শেষ বলের রোমাঞ্চ ছড়িয়ে ১ উইকেটে জিতেছে পারটেক্স। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানটান উত্তেজনার ম্যাচটিতে জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার ছিল পারটেক্সের। হাতে ছিল ১ উইকেট। প্রথম বলে কোনো রান নেননি ম্যাচসেরা মোহাম্মদ রাকিব। দ্বিতীয় বলে চার মারেন। তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়েও জীবন পান। চতুর্থ বলে আর মিস করেননি। চার মারেন। শেষ দুই বলে ২ রান দরকার তখন পারটেক্সের। মাঠে উত্তেজনা। শেষ দুই বলে দুই সিঙ্গেলে লিগে দ্বিতীয় জয় নিশ্চিত করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। অগ্রণী ৭ ম্যাচে দ্বিতীয়টি হারল।
বিকেএসপিতে আলোর স্বল্পতা ও বৃষ্টির জন্য খেলা হয়নি লেজেন্ডস অব রূপগঞ্জ-গুলশান ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ম্যাচ।