মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শোনা যাচ্ছিল আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও এ পথ বেছে নেবেন। না এখন পর্যন্ত ওয়ানডে ছাড়ার ঘোষণা দেননি। তবে যে কোনো সময় সরে যেতে পারেন। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তিনি। মাহমুদুল্লাহ নিজেই বিসিবিকে অনুরোধ করেছেন কোনো ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। বিসিবি থেকেই তা জানা গেছে। মাহমুদুল্লাহ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানে খেলছেন। ওয়ানডে থেকে বিদায় নিলেও তিনি ঘরোয়া আসর খেলে যাবেন। এদিকে এবারই প্রথম এ প্লাস ক্যাটাগরিতে তাসকিন আহমেদকে রাখা হয়েছে।