বিসিবির ১৮তম সভায় পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকালের বোর্ড সভায় স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে ‘ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড’। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।’ মিডিয়ার মুখোমুখিতে ইফতেখার মিঠুর সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালত নাজমুল আবেদীন ফাহিম। ফারুক আহমেদ গত আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর মিডিয়াকে জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশার পরিবর্তন করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এখন নতুন নাম জাতীয় স্টেডিয়াম।
গতকাল বোর্ড সভায় টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন বাড়ছে। তবে কত শতাংশ বাড়ানো হচ্ছে সে বিষয়ে বিসিবি জানায়নি। দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের অবসরের বিষয়ে বিসিবি তাদের সঙ্গে কথা বলবে।