জাতীয় টেনিসের ফাইনাল একপেশে ছিল। পুরুষ ও মহিলা শিরোপা লড়াইয়ে কোনো ম্যাচই জমেনি। শুক্রবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার ৬-১, ৬-৩ গেমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মাহাদ বিন মালেককে হারান। অন্যদিকে মহিলা একক ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ৬-০, ৬-৪ গেমে বিকেএসপির সুবর্ণা খাতুনকে হারান।
পুরুষ দ্বৈতের ফাইনালে সাফল্য পাননি জারিফ। সায়েমের সঙ্গে তিনি জুটি গড়ে ৭-৬, ৬-২ গেমে হেরে যান রুস্তম আলী ও মিলন হোসেন জুটির কাছে। মহিলা দ্বৈত বিভাগেও শিরোপা জিততে পারেননি এককের চ্যাম্পিয়ন সুমাইয়া। ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেনের সঙ্গে জুটি বেঁধে সুবর্ণা ও জান্নাতুন ফেরদৌস জুটির কাছে ৫-৭, ৭-৫ ও ১০-৭ গেমে হেরে যান। এবারের জাতীয় প্রতিযোগিতায় ১৬৫ জন খেলোয়াড় অংশ নেন।