চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলা দেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুবাইয়ে ভারত ম্যাচের পর পাকিস্তানও গিয়েছিলেন তিনি। সেখানে পিসিবি সভাপতি মহসিন রেজা নাকভির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন দুই পক্ষ। বিসিবি সভাপতি আবারও দুবাই ও পাকিস্তান যাচ্ছেন। বিসিবি সভাপতি এবার যাচ্ছেন আইসিসি সভাপতি জয় শাহর আমন্ত্রণে। আইসিসি সভাপতির সঙ্গে ৪ মার্চ দেখা করবেন দুবাইয়ে প্রথম সেমিফাইনালের সময়। তিনি পাকিস্তানের সভাপতি মহসিন রেজা নাকভির সঙ্গেও দেখা করবেন বিসিবি সভাপতি। বিপিএলের সেমিফাইনাল দুটি ৪ ও ৫ মার্চ এবং ফাইনাল ৯ মার্চ। বিপিএল শেষ হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বিপিএল শেষে বিসিবি সঅপতি জানিয়েছেন, ১২ কোটি টাকার মতো লাভ হয়েছে টিকিট বিক্রয় করে। যা অতীত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের ১০ আসরে টিকিট বিক্রয় থেকে বিসিবির আয় হয়েছিল ১৫ কোটি টাকা। রেকর্ড পরিমাণ অর্থের টিকিট বিক্রয়ের পরও শোনা যাচ্ছে, বিসিবি সভাপতি নিজের পছন্দের লোকদের টিকিট বিক্রয়ের স্বত্ব দিয়েছেন নিয়ম না মেনে। বিসিবি সভাপতি বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন সবকিছু নিয়ম মেনেই হয়েছে, ‘বিসিবির টিকিট বিক্রয়ের স্বত্ব দেওয়া হয়েছে নিয়ম মেনে।’ টিকিটি বিক্রয়ের স্বত্ব বিক্রয়ের জন্য একটি গঠন করা হয়েছিল। চারটি কোম্পানির সঙ্গে কমিটির আলোচনার পর বিসিবি স্বত্ব বিক্রয় করে।