স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে জাতীয় খেলা কাবাডিতে দুটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৪ সালে ঢাকায় প্রথমবার বাংলাদেশ টেস্ট খেলেছিল ভারতের বিপক্ষে। ওই টেস্টে বাংলাদেশ পরাজিত হয়েছিল। ৫১ বছর পর কাবাডির দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। পাঁচ ম্যাচের টেস্টে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে লাল-সবুজের দল। গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত আসরের চতুর্থ ম্যাচে নেপালকে ৪৯-২৪ পয়েন্টে হারিয়ে কাবাডির ইতিহাসে প্রথম টেস্ট সিরিজ জয় করল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নেপাল সমতা এনেছিল। তৃতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। আগামীকাল পঞ্চম ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। হারলেও সিরিজ হাতছাড়া হবে না স্বাগতিকদের। নেপাল দুর্বল প্রতিপক্ষ হওয়ায় বাংলাদেশের লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ করে সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচ হারায় সে আশা পূরণ হয়নি। তারপরও টেস্ট ইতিহাসে প্রথম সিরিজ জয় কম গৌরবের নয়। সিরিজ নিশ্চিত করতে গতকাল শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ। অন্যদিকে নেপালিদের ক্লান্ত মনে হচ্ছিল।
ছন্দে থাকা মিজান, দিপায়নরা ম্যাচের ৬ মিনিটে প্রথম লোনা এনে দেন। তিন মিনিট পর আরেক লোনা মিললে প্রথমার্ধে ১৩ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। ব্যবধান ছিল ৩১-১৮। দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত ছিল বাংলাদেশ, নেপালকে পাত্তাই দেয়নি। ৪৯-২৪ পয়েন্টে জিতে উৎসবে মেতে ওঠেন বাংলাদেশের খেলোয়াড়রা। ম্যাচের সেরা খেলোয়াড় হন বাংলাদেশের মিজানুর রহমান।