ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৩ বল বাকি থাকতে ২৪২ রান করে অলআউট হয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়াও সালমান আলী আগা ৪৫, তাইয়াব তাহির ৩৮ এবং বাবর আজম ২৯ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন উইল ও’রোয়ার্ক। এ ছাড়াও মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন। জবাবে ৫ উইকেটে ২৪৩ রান করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে ড্যারিল মিচেল (৫৭) এবং টম লাথাম (৫৬) হাফ সেঞ্চুরি করেন। এ ছাড়াও ৪৮ রান করেন ডেভন কনওয়ে। ম্যাচসেরার পুরস্কার জয় করেন উইল ও’রোয়ার্ক।
এদিকে ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ।