পুরুষ টেনিসের শীর্ষ তারকা ইতালির জ্যানিক সিনার তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। গত বছর দুবার ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন তিনি। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বিষয়টি পর্যালোচনা করে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত টেনিস কোর্টে দেখা যাবে না তাকে। অবশ্য গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের আগেই নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। আগামী ১৯ মে থেকে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট, ফ্রেঞ্চ ওপেন। জ্যানিক সিনার কিছুদিন আগে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন। গত বছর ইউএস ওপেনও জয় করেছেন তিনি। এবার ফ্রেঞ্চ ওপেনেও ফেবারিট হিসেবে দেখা যাবে তাকে। তবে তার আগে নিষেধাজ্ঞা পাওয়ায় কিছুটা বিপদেই পড়লেন তিনি।