বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। দিনটি ছিল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ উদ্যাপনের উপলক্ষ। এর আগে স্কুল মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী (৬ থেকে ১২ ফেব্রুয়ারি) বিভিন্ন প্রতিযোগিতায় দলগতভাবে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রকাশ করে। শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে মেয়েদের জন্য স্প্রিন্ট রেস, ব্যালেন্স চ্যালেঞ্জ, স্কিপিং, ম্যাথবেসড কম্পিটিশন, থ্রি লেগড রেস এবং মেমরি গেমস আয়োজন করা হয়। অন্যদিকে ছেলেদের জন্য স্প্রিন্ট, স্ট্রেনথ বেসড কনটেস্ট, প্রিসিসিউন চ্যালেঞ্জ এবং স্ট্যাটেজিক গেমসের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত অভিভাবকদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা, জমকালো কুচকাওয়াজ এবং শৃঙ্খলা প্রদর্শন পরিবেশন হয়। এ আয়োজনের মাধ্যমে স্কুলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অসামান্য অবদানের জন্য পদক বিতরণ করা হয়। বার্ষিক ক্রীড়া সপ্তাহের-২০২৫ সাফল্য একটি মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যা আগামী বছরগুলোতে আরও বড় সাফল্যের জন্য মঞ্চ তৈরি করবে। এ বিষয়ে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান বলেন, আজকের দিনটি বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের জন্য ঐতিহাসিক, আমরা একটি মাইলফলক অতিক্রম করতে যাচ্ছি। তাই এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকের অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিই বলে দেয় তারা কতটা উপভোগ করছেন। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শৃঙ্খলাবোধ সৃষ্টি হয়, শারীরিক সুস্থতা অর্জন করতে পারে।
মনুষ্যত্ব, নেতৃত্বে গুণাবলির প্রকাশ ঘটে। এ আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এসব প্রতিভা বিকাশের চেষ্টা করছি।