ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড আরলিং হলান্ডের। তিনি ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে ৩৬ গোল করেন। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসলের অ্যান্ডি কোল ৩৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছিলেন। এরপর ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের পক্ষে ৩৪ গোলের রেকর্ডে নাম লেখান অ্যালান শিয়ারারও। দীর্ঘ ২৮ বছর পর রেকর্ডটা ভাঙেন আরলিং হলান্ড।