জাতীয় দলের কোনো ফুটবলারের মৃত্যুর দিনে বাফুফে তাঁকে স্মরণ করেছে এমন নজির ছিল না। জীবিত অবস্থায় হাসপাতালেই কর্মকর্তারা ফুটবলারদের দেখতে গেছেন এমন ঘটনা কমই ঘটেছে। সেখানে মৃত্যুদিনে স্মরণ তো ভাবাই যায় না। গতকাল ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মোনেম মুন্নার ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ মেডিকেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এরপর মুন্নাকে নিয়ে কখনো স্মরণসভা হয়নি। মৃত অন্য কোনো ফুটবলারের বেলায়ও তা হয়নি। গতকাল তারকা ফুটবলার মুন্নার মৃত্যুদিনে তাঁকে স্মরণ করে বাফুফে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সাধারণ সম্পাদক সাদমান সাকিব স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি নিঃসন্দেহে প্রশংসনীয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি, নির্বাহী সদস্যরা মরহুম মুন্নার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।