বাংলাদেশের ফুটবলে বড় নাম এখন হামজা চৌধুরী। ইংলিশ এফএ কাপজয়ী এ ফুটবলার ঘিরে নতুন স্বপ্নের জাল বুনছেন ফুটবলপ্রেমীরা। বিশ্ব ফুটবলে সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট এফএ কাপ। পাশাপাশি বর্তমানের সবচেয়ে মূল্যবান টুর্নামেন্টগুলোরও একটি। দীর্ঘদিন খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। কিছুদিন আগে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে নাম লিখিয়েছেন হামজা। এখানে এসেও আলো ছড়াচ্ছেন তিনি। হামজার নাম বাংলাদেশের ফুটবলে যোগ হওয়ার পর সুসংবাদ আসতে শুরু করল। ইতিহাসে প্রথমবারের মতো কিট পার্টনার পাচ্ছে বাংলাদেশের ফুটবল। দেশি ব্র্যান্ড ‘দৌড়’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাফুফে। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ পুরুষ ও নারী এবং জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোর কিট পার্টনার হিসেবে বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দৌড়। চুক্তি অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা জার্সির ক্ষেত্রে আবহাওয়া, সেলাই, ধৌত সবকিছু বিবেচনা করেই কিট স্পন্সর প্রতিষ্ঠান নির্বাচন করেছি। আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক।’ বাংলাদেশ ফুটবল দলের জার্সি সামনে বাণিজ্যিকভাবে বিক্রির পরিকল্পনর কথা জানিয়ে বলেন, ‘আমরা সামনে জার্সি কমার্শিয়ালি বিক্রি করব। সেটা অনলাইন বা রিটেইল (খুচরা) উভয়ভাবে। এ বিষয়ে আরও কাজ করে বিস্তারিত বলতে পারব।’ দেশি ও বিদেশি পাঁচটি কোম্পানির সঙ্গে কিট পার্টনার নিয়ে আলোচনা হয় বাফুফের। এর মধ্যে দৌড়কে বেছে নেওয়ার কারণ সম্পর্কে বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদের সক্ষমতা, আগ্রহ, যোগ্যতা সবকিছু যাচাইবাছাই করেছি। আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপস করিনি। গত দুই মাস নারী দল ও একটি ক্লাব এ জার্সি পরে ইতিবাচক পর্যবেক্ষণ দিয়েছে। দুই বছরের চুক্তি থাকলেও এক বছর পর পর্যালোচনার ভিত্তিতে পরের বছরের সিদ্ধান্ত হবে।’ ২০২০ সালে কভিডের সময় স্পোর্টসভিত্তিক ব্র্যান্ড দৌড়ের যাত্রা। দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম চৌধুরী বলেন, ‘কোয়ালিটির ক্ষেত্রে আমরা আপসহীন।