গত ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টি-২০ ম্যাচে ক্যাচ ধরতে আঙুলে চোট পেয়েছিলেন। এরপর প্রায় মাস খানেকের ওপর মাঠের বাইরে ছিলেন টাইগার ওপেনার সৌম্য সরকার। সুস্থ হয়ে রংপুর রাইডার্সের পক্ষে কয়েকটি ম্যাচ খেলেছেন বাঁহাতি ওপেনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বাংলাদেশের ব্যাটিং লাইনের অন্যতম ভরসা। তিন দিন ধরে বাংলাদেশ দলের হয়ে অনুশীলন করছেন। গতকাল দুপুরে মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিংয়ের সময় আঙুলে ব্যথা পান সৌম্য। মৃত্যুঞ্জয় চৌধুরীর হঠাৎ লাফিয়ে ওঠা একটি বল তার আঙুলে আঘাত করে। এরপর তিনি মাটিতে বসে পড়েন। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ফিজিও বায়েজিদুল ইসলাম ছুটে যান তার কাছে। আহত হয়ে এরপর ব্যাটিং করেননি সৌম্য। আঙুলে ব্যথা পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ শঙ্কায় পড়ে যায়। অবশ্য টাইগার ফিজিও বায়েজিদ ইনজুরিকে মারাত্মক কিছু বলেননি। তিনি বলেন, ‘আঙুলে ব্যথা পেয়েছেন সৌম্য সরকার। আমরা স্ক্যান করেছি। সেটা মারাত্মক কিছু নয়।’ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ছাড়বেন ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ২৪ জুলাই নিউজিল্যান্ড এবং ২৭ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটির ভেন্যু রাওয়ালপিন্ডি।