পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। ওই সিরিজ জয়ে অন্যতম ভূমিকা রেখেছিলেন ডান হাতি ফাস্ট বোলার হাসান মাহমুদ। ২ টেস্ট খেলে নিয়েছিলেন ৮ উইকেট। রাওয়ালপিন্ডিতেই টেস্ট দুটি খেলেছিল বাংলাদেশ। পরিচিত সেই রাওয়াপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবেন নাজমুল শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির যে ১৫ সদস্যের স্কোয়াড গঠন করেছে বিসিবি, সেখানে জায়গা হয়নি হাসান মাহমুদের। অথচ টাইগাররা গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে, সেখানে ছিলেন। যদিও পারফরম্যান্স ভালো ছিল না। একটি ম্যাচ খেলেছিলেন। ছন্দহীন পারফরম্যান্সের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি হাসান। অথচ বিপিএলে সাদা বলে প্রত্যয়ী বোলিং করেছেন ডান হাতি ফাস্ট বোলার। ১৩ ম্যাচে উইকেট নেন ১৪টি। তার বোলিংয়ের মূল অস্ত্র পুরনো বলে রিভার্স সুইং করা। ব্লক হোলেও দারুণ বোলিং করেন এবং সুইং ও গতিও রয়েছে হাসানের। বোলিং অনুশীলন করতে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে হাসান মাহমুদ দুবাই সফর করবেন। মরু শহর দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারত ম্যাচের আগের দিন পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। এরপর তিনি ফিরে আসবেন। টাইগার টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে স্কোয়াডটি খেলবে টইগারদের সেই চার পেসার- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা। হাসানের পরিবর্তে নেওয়া হয়েছে ‘স্পিডস্টার’ নাহিদকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত, ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। দুই ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি।
শিরোনাম
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
দলের সঙ্গে দুবাই যাবেন হাসান মাহমুদ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর