বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা হয়েছে। যে কোনো আসরের আগে এমনভাবে খেলোয়াড়দের বাছাই করে দল ঘোষণা দেয় বাফুফে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এ স্কোয়াড ব্যতিক্রমী বলা যায়। কেননা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীও এ তালিকায় রয়েছেন। এতে বোঝা যায় আসরের প্রথম ম্যাচেই লাল সবুজের জার্সিতে হামজার অভিষেক ঘটতে পারে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হামজা চৌধুরী সেদিন যদি মাঠে নামেন তা হবে বাংলাদেশের ইতিহাস। কেননা এত বড় মানের ফুটবলার জাতীয় দলে খেলবে তা ছিল স্বপ্ন। ইংলিশ প্রিমিয়ার লিগের পরের ধাপে তিনি খেলছেন শেফিল্ডে। এর আগে লেস্টার সিটির হয়ে মাঠ কাঁপিয়েছেন হামজা। তাকে নিয়েই গতকাল ৩৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
২৮ ফেব্রুয়ারি জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। এর মধ্যে আবার আরেকজন প্রবাসী ফুটবলার রয়েছেন। বাফুফের তথ্যে জানা গেছে, ফাহেমুল নামে এ ফুটলার ইতালির ওলবিয়াকানসি এফসিতে খেলেন। বসুন্ধরা কিংসের ১৪ ফুটবলার স্কোয়াডে রয়েছেন। আবাহনীর রয়েছেন আটজন। অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নও উঠেছে। রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবন পেশাদার লিগ ও ফেডারেশন কাপে ভালো খেলার পরও ৩৮ জনের তালিকায় নেই। অথচ মাঠে না থাকার পরও জামাল ভূঁইয়াকে ডাকা হয়েছে।