বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আজ রাজধানী ঢাকার ৩০০ ফিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুলপ্রতীক্ষিত ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় ১০ হাজার দৌড়বিদ এ ম্যারাথনে অংশ নেবেন। ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অ্যাথলেটরা লড়বেন। ক্যাটাগরির মধ্যে থাকছে ম্যারাথন (৪২.২ কিমি), হাফ ম্যারাথন (২১.১ কিমি), ১০ কিমি সাধারণ, ১০ কিমি প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিমি ভেটেরান ক্যাটাগরি।
ম্যারাথনের মূল প্রতিপাদ্য Run for unity, Run for humanity, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। এ বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী-দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।