খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। কোচিংও করিয়েছেন জাতীয় দলকে। বিপিএলের চলতি আসরে কোচ ছিলেন ঢাকা ক্যাপিটালসের। প্রিমিয়ার ক্রিকেট লিগে কোচ ছিলেন আবাহনীর। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবার আবাহনীর হয়ে লিগে কোচিং করাতে দেখা যাবে না খালেদ মাহমুদকে। আবাহনীর ঘরের লোক হয়ে যাওয়া সুজন এবার দায়িত্ব নিচ্ছেন গুলশান ইয়ুথের। অনেক দিন পর প্রিমিয়ার ক্রিকেট খেলবে গুলশান ইয়ুথ। দলটির কোচিং করানোর বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘গুলশান ইয়ুথ অনেক দিন পর প্রিমিয়ার ক্রিকেট খেলবে। দলটির অধিকাংশ ক্রিকেটার তরুণ। তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’
গুলশান ইয়ুথের অধিকাংশ ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ যুব দলের। সুজন আবাহনী ছাড়াও কোচিং করিয়েছেন ওল্ড ডিওএইচএস, প্রাইম ব্যাংক, শাইন পুকুরকে। শোনা যাচ্ছিল, তিনি এবার প্রাইম ব্যাংককে কোচিং করাবেন।