আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বেড়েই চলেছে বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের। বিশ্বকাপের পর এবার তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ারিং করবেন। এ আসরে ম্যাচ পরিচালনার জন্য ১৫ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে ভারতীয় কেউ সুযোগ না পেলেও ডাক পেয়েছেন শরফুদৌল্লা। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আয়োজনে একক দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। ভারত সেখানে আপত্তি করায় আরব আমিরাতে ম্যাচ আয়োজন করবে। খেলা হবে চার ভেন্যু করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইয়ে।
শরফুদৌল্লা ছাড়াও আম্পায়ারিং করবেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফালি, মাইকেল গফ, আড্রিয়ান হোল্ড স্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেন বেরো, আহসান রাজা, পল রাইদেল, রডটাফার, অ্যালেক্স হোয়াফ ও জোয়েল উইলস।