স্প্যানিশ লা লিগার শীর্ষস্থানে থাকলেও পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু পারল না কার্লো আনচেলত্তির দল। টানা চার জয়ের পর এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোলে হারতে হয় স্প্যানিশ জায়ান্টদের। কয়েকটি গোলের জন্য ভালো সুযোগ তৈরি করলেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি ভিনিসাস, এমবাপ্পেরা। ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগে নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুয়ের মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল।