বিপিএলের লিগ পর্বের খেলা শেষ আজ। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল ৭ ফেব্রুয়ারি। দেশের সবচেয়ে আকর্ষণীয় টি-২০ টুর্নামেন্টটি শুরুর দিন থেকে বিতর্কে জড়িয়েছে। দেশি ও বিদেশি একাধিক ক্রিকেটারের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি ম্যাচের ওয়াইড বল আলাদা নজর কেড়েছে। বিসিবির এক সূত্র জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন (আকসু) বিষয়গুলো খতিয়ে দেখছে। তাদের আঙুল একাধিক ক্রিকেটারের দিকে। যদিও তারা নাম প্রকাশ করেনি তদন্তের স্বার্থে। তার পরও একটি টিভি চ্যানেলে ১০ বা ততোধিক ক্রিকেটারের ছবি ও নাম প্রকাশ করেছে। এরা হলেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল অপু, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন সিনিয়র, আলাউদ্দিন বাবু, শুভম রমজান, মোসাদ্দেক হোসেন সৈকত। অভিযুক্ত অনেকে আবার মানহানির অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। লিগ পর্ব শেষ হওয়ার আগে বেশ কয়েকটি দলের বিপক্ষে অভিযোগ চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার। দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় চট্টগ্রামে এক দিন অনুশীলন বর্জন করেছিলেন। ঢাকা পর্বে বিদেশি ক্রিকেটাররা একটি ম্যাচও বয়কট করেছিলেন। চিটাগং কিংসের কর্ণধার জাতীয় দলের এক ক্রিকেটারের পারিশ্রমিক না দেওয়ার বিষয়ে বিরূপ মন্তব্য করেন। অভিযুক্ত দলগুলোর বিপক্ষে নানামুখী সিদ্ধান্ত নেয় বিসিবি। অবশ্য বিপিএলের পারিশ্রমিক বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। চুক্তি অনুযায়ী যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করায় বিসিবি ও বিপিএল তথা দেশের সম্মানহানি হয়েছে জানিয়ে তদন্তে নেমেছে তারা। গঠিত তিন সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ বা ‘সত্যানুসন্ধান’ কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে। কমিটিতে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া), চেয়ারম্যানের একান্ত সচিব এবং সহকারী পরিচালক (ক্রীড়া)। কমিটির প্রধান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক।
পারিশ্রমিক না দেওয়ার বিষয়ে অভিযোগ উঠেছে দুর্বার রাজশাহী, চিটাগং কিংস ছাড়াও আরও কয়েকটি দলের বিপক্ষে।