কয়দিন আগেও শরিফুলকে ছাড়া বাংলাদেশ দল ভাবা ছিল কঠিন। তিন ফরম্যাটেই ছিলেন অপরিহার্য। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। একটা চোটের পর ছন্দপতন। এরপর আর চেনা রূপে দেখা যাচ্ছিল না শরিফুলকে। চলতি বিপিএলেও ছন্দে না থাকায় জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। তবে এবার ফেরার ইঙ্গিত দিয়েছেন এ বাঁহাতি। বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৫ রানে নেন ৪ উইকেট। তাই সংবাদ সম্মেলনে কিছুটা ভরসার কথা জানান শরিফুল। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে শরিফুল বলেছেন, আগে-পরে কোনো বিষয় না। তবে আফসোস নেই। অনেক খুশি আমি, আল্লাহর ওপর ভরসা আছে।