প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ। অন্যদিকে বর্ষসেরা নারী ক্রিকেটার নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। ভারতের প্রথম পেসার ও পঞ্চম ক্রিকেটার হিসেবে এ স্বীকৃতি পেলেন বুমরাহ। গতকাল আইসিসি গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। আগের দিন ভারতের প্রথম পেসার হিসেবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন বুমরাহ।
এ ছাড়া আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও মেয়েদের ভারতের স্মৃতি মান্ধানা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন। ছেলেদের টি-২০ ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ভারতের আর্শদীপ সিং এবং মেয়েদের নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।