বিপিএলে অপরাজিত নেই কোনো দল। সাত দলের টুর্নামেন্টের শীর্ষ দুই স্থানের জন্য লড়াই করছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের ফরচুন বরিশাল। দুই দলই দুরন্ত গতিতে ছুটছে বিপিএলে। যদিও দুটি করে ম্যাচ হেরেছে। রংপুর ম্যাচ দুটি হেরেছে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী এবং বরিশাল দুটি ম্যাচ হেরেছে রংপুর রাইডার্সের কাছে। আজ দুই দলই মাঠে নামছে। রংপুর ও বরিশালের পয়েন্ট ১০ ম্যাচে ৮ জয়ে ১৬।
কিন্তু রানরেটে এগিয়ে রংপুর। সোহান বাহিনীর রানরেট ১.০৭০ এবং বরিশালের রানরেট ১.০৩৩। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুরের আজকের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের চার নম্বর দল চিটাগং কিংস। চিটাগংয়ের পয়েন্ট ৯ ম্যাচে ৫ জয়ে ১০। সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ৬ নম্বর দল ঢাকার। ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। একমাত্র দল হিসেবে বাইরে কোনো টুর্নামেন্ট জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। দলটি বিপিএলের চলতি আসরে টানা ৮ জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে। এরপর টানা দুই ম্যাচে হেরে যায় দুর্বার রাজশাহীর কাছে। আবার জয়ের ধারায় ফিরতে চায় দলটি। আজকের ম্যাচকে সামনে রেখে গতকাল দুপুরে ঘাম ঝরান সোহানরা। চিটাগংয়ের বিপক্ষে প্রথম লেগে ৩৩ রানে জিতেছিল রংপুর। আজও জিততে প্রস্তুত। দলটি বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে আরও কিছু ভালোমানের বিদেশি কোচ আনতে যাচ্ছে। কোচ মিকি আর্থার টানা দুই হারের ধাক্কা সামলে নিতে চাইছেন চিটাগংয়ের বিপক্ষে ম্যাচে। প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। বাকি দুই দলের লড়াইয়ে রয়েছে দুর্বার রাজশাহী, চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস।
অবশ্য পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে রয়েছে রাজশাহী, চিটাগং ও খুলনা।