ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিল্ডিং চলাকালে ইনজুরিতে পড়েন সৌম্য সরকার। সেই থেকে মাঠের বাইরে বাঁ হাতি ড্যাসিং ওপেনার। বিপিএলে তিনি নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। যদিও ইনজুরির জন্য রংপুরের শুরুর নয় ম্যাচ খেলতে পারেননি। আজ হয়তো খেলবেন দুর্বার রাজশাহীর বিপক্ষে। ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। বেলা দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন বাঁ হাতি ওপেনার সৌম্য। গতকাল বসুন্ধরায় নিজস্ব মাঠে অনুশীলন করেন নুরুল হাসান সোহান, সৌম্য, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নাহিদ রানারা। সেখানে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন সৌম্য।
৩০ ডিসেম্বর বিপিএল শুরুর পর ৪৬ ম্যাচের ৩২টি শেষ হয়েছে। আট দলের টুর্নামেন্টের প্রথম তিন পর্ব হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। তিন পর্ব শেষে নয় ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে ২-এ তামিম ইকবালের ফরচুন বরিশাল। ৩-এ চিটাগং কিংসের পয়েন্ট নয় ম্যাচে ১০, খুলনা টাইগার্সের নয় ম্যাচে ৮, দুর্বার রাজশাহীর ১০ ম্যাচে ৮, ঢাকা ক্যাপিটালসের ১০ ম্যাচে ৬ এবং সিলেট স্ট্রাইকার্সের নয় ম্যাচে ৪। তিন পর্ব শেষে রংপুর রাইডার্স ছাড়া এখনো কোয়ালিফাইয়ার্স ও এলিমিনেটর পর্ব নিশ্চিত হয়নি। সমীকরণের মারপ্যাঁচে টিকে আছে সব দলেরই পরবর্তী রাউন্ডে খেলা। আজ শুরু হওয়া ঢাকা পর্ব দিয়ে চূড়ান্ত হবে রংপুরের সঙ্গে বাকি তিন দল। ঢাকায় রবিন লিগ পদ্ধতির ১০ ম্যাচ বাকি। বিপিএলের ১১তম আসরের ফাইনাল ৭ ফেব্রুয়ারি। এ ছাড়া রয়েছে দুটি কোয়ালিফাইয়ার্স ও একটি এলিমিনেটর ম্যাচ।
বিপিএল প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকেছে। অথচ বিতর্ক সঙ্গী হয়েছে। বেশ কয়েকটি দলের বিপক্ষে অভিযোগ উঠেছে। দলগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে গড়িমসি করছে। পারিশ্রমিক না পেয়ে ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেন। বাধ্য হয়ে বিসিবি হস্তক্ষেপ করে পারিশ্রমিক সমাধানে। গতকাল পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৪৮ ঘণ্টার মধ্যে বিপিএলের পারিশ্রমিক সমস্যার সমাধানের। নিয়ম মেনে দলগুলোর প্রত্যেক ক্রিকেটারকে চুক্তির ৫০ শতাংশ টাকা দেওয়ার কথা। টুর্নামেন্ট চলাকালে বাকি ২৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষে অবশিষ্ট ২৫ শতাংশ অর্থ দেওয়ার কথা। বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিকের গ্যরান্টার।
বিপিএলে এবার রান হচ্ছে। ১১টি ইনিংসে ২০০-ঊর্ধ্ব স্কোর হয়েছে। সেঞ্চুরি হয়েছে সাতটি। অবশ্য রান ওঠার জন্য মাঠের সীমানাও একটি বড় ভূমিকা রেখেছে। গড়পড়তায় মাঠের সীমানা করা হয়েছে ৫৫-৫৮ মিটার। এজন্য চার, ছক্কা হচ্ছে বেশি। ঢাকার প্রথম পর্বে আট ম্যাচে ছক্কা হয়েছে ১৩২টি। সিলেটে ১২ ম্যাচে ছক্কা ২১০টি। চট্টগ্রামে ১২ ম্যাচে ১৮০টি। চার-ছক্কার ফুলঝুরি ছোটানো বিপিএলে রংপুরের একমাত্র হারটি রাজশাহীর বিপক্ষে। চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহী প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করেছিল। জবাবে রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে গুটিয়ে হেরে যায় ২৪ রানে। সিলেট পর্বে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি বরিশাল জিতেছিল ৭ উইকেটে। প্রথম ব্যাটিংয়ে সিলেট ১৮.২ ওভারে ১২৫ রান করেছিল। বরিশাল ৩ উইকেট হারিয়ে সেটা টপকে যায় ১০.৩ ওভারে।