দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়ে দায়িত্বও বুঝে পেয়েছেন। তবে এবারই প্রথম তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে দুনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবলের আয়োজন হবে। আগামী বছর কানাডা ও মেক্সিকোর সঙ্গে আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, প্রথমবারের মতো ৪৮টি দেশ চূড়ান্ত পর্বে অংশ নেবে। এর আগে যৌথভাবে আয়োজন হলেও একসঙ্গে তিন দেশের প্রথম ঘটনা। ট্রাম্প ছোট থেকেই খেলা পাগল। বিশেষ করে রেসলিং দেখতে ছুটে যান। যুক্তরাষ্ট্র নিয়মিত বিশ্বকাপে অংশ নিলেও ফুটবল তাদের জনপ্রিয় খেলা নয়। বেসবল, বাস্কেটবলই সবচেয়ে বেশি আকর্ষণীয় ও জনপ্রিয়। আসল ফুটবল যেটাকে তারা সকার বলে তাও জনপ্রিয় হয়ে উঠছে। মেজর লিগে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি নাম লেখানোর পর সকারের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। ট্রাম্প দীর্ঘদিন থেকেছে ফ্লোরিডায়। মেসির ইন্টার মায়ামি সেখানেই অবস্থিত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে ট্রাম্প সকার ঘিরে কতটা আগ্রহী। অনেকে হয়তো জানেন না ছোট থেকেই মার্কিন প্রেসিডেন্ট ফুটবল বড্ড পছন্দ করেন। বলা যায় তাঁর প্রিয় খেলা। পেলে, বেকেনবাওয়ার ও ক্রুইফের ভক্ত ছিলেন। তবে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত। এখনো দলটির খোঁজখবর রাখেন। যে লোক ফুটবলকে এত ভালোবাসেন তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাঁর দেশে বিশ্বকাপ হবে এতে চমক থাকবে তা এখনই বলা যায়। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হয়েছিল। তখন প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্যারিয়ারে আমেরিকা কীভাবে বিশ্বকাপ আয়োজন করে সেটাই এখন দেখার বিষয়।