অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ও স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। যদিও বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচের চেয়ে এগিয়ে মাত্র ৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজ। ৩৭ বছর বয়সি এই সার্বিয়ান সাতে থাকলেও তিনে আছেন ২১ বছরের এই স্প্যানিশ তরুণ। ক্যারিয়ারের শেষ সময়ে আছেন অস্ট্রেলিয়ান ওপেনের ১০ বারের চ্যাম্পিয়ন জকোভিচ। অন্যদিকে আলকারাজ অস্ট্রেলিয়ান ওপেনে এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলছেন। দুজনের বয়সের পার্থক্য ১৬ বছরের। জকোভিচ যখন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তখন আলকারাজের বয়স ৪ বছর। রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, রজার ফেদেরারদের জায়গা যারা নিতে পারেন বলে মনে করা হচ্ছে তাঁদের তালিকায় ওপরের দিকে রয়েছেন আলকারাজ। আজ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তাঁর মুখোমুখি হবেন জকোভিচ। অতীতে এই দুজন সাতবার মুখোমুখি হন। যার ৪টি জিতে এগিয়ে জকোভিচ। এই প্রথমবার দুজন কোয়ার্টার ফাইনালে একে অপরের বিরুদ্ধে নামবেন।