সময় যত গড়াচ্ছে হামজা চৌধুরী ঘিরে আগ্রহ তত বাড়ছে। বিশ্ব ফুটবলে বড় কোনো তারকাও নন। হয়তো দুনিয়া কাঁপানো আসরে খেলার কোনো সম্ভাবনাও নেই। তার পরও হামজা ঘিরে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। হবেই বা না কেন? বাংলাদেশের ফুটবল ইতিহাসে এত বড় খেলোয়াড়ের কখনো দেখা মেলেনি। বাংলাদেশি প্রবাসী ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলছেন। ইংল্যান্ড যুব দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে। হামজা কয়েক বছর আগে বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। হামজার মা বাংলাদেশের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। হামজাকে জাতীয় দলে পেতে বাফুফে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে বাংলাদেশে খেলার ছাড়পত্র পেয়েছেন হামজা। পৃথিবীর বিখ্যাত লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো তারকা ফুটবলার বাংলাদেশের জাতীয় দলে খেলবেন তা স্বপ্নই বলা যায়। ২৫ মার্চ লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক হতে পারে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি হবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডনে গিয়ে হামজার সঙ্গে কথাও বলেছেন। জানিয়েছেন এশিয়ান কাপের সূচি। বড় মানের খেলোয়াড় বলে অনুশীলন, মাঠ ও যাতায়াতব্যবস্থার কথা সবই জানানো হয়েছে হামজাকে। তিনি জানেন ইংল্যান্ডে যে পরিবেশ ও সুযোগসুবিধা নিয়ে খেলেন তা বাংলাদেশে সম্ভব নয়। এতেও বিচলিত নন তিনি। মায়ের দেশের হয়ে মাঠে নামবেন এটাই হামজার বড় পাওয়া। ২৫ মার্চ ভারতের বিপক্ষে লড়াই মানে হামজার ম্যাচ। যদিও ঘরের মাঠে খেলা তার পরও চাপে রয়েছে ভারত। প্রশ্ন হচ্ছে-হামজা মাঠে নামলে তিনি কি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন? এত বড় খেলোয়াড় হওয়ায় বাফুফে তাঁকে অধিনায়ক হওয়ার অফার দিতেই পারে। তিনি নেতৃত্ব না নিতে চাইলে সে ক্ষেত্রে জামাল ভূঁইয়ার সম্ভাবনা বেশি। তবে পারফরম্যান্সের কারণে গত কয়েকটি ম্যাচে জামাল ছিলেন দলের বাইরে। তাহলে কি তপু বর্মণ নেতৃত্ব পাবেন? আসলে হামজার অধিনায়ক হওয়াটাও কম গৌরবের নয়। স্প্যানিশ হলেও হাভিয়ের কাবরেরা কোচ হিসেবে জীবনের সেরাটা অর্জন করতে যাচ্ছেন। হামজা তাঁর নির্দেশনা মেনে মাঠে খেলবেন এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। সব মিলিয়ে হামজা ঘিরে এখনই উত্তেজনা অন্যরকম।