চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে ৩ মিলিমিটার ঘাস। এ উইকেটে কী লুকিয়ে আছে? ঠিকঠাক জানা ছিল না ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরার। তার পরও টস জিতে ব্যাটিংটাই বেছে নিলেন তিনি। আশা করেছিলেন, রান ডিফেন্ড করাটাই হয়তো সহজ হবে এ উইকেটে। কাজটা সহজ হয়নি। তবে পেরেছে ঢাকা ক্যাপিটালস। অধিনায়ককে সঠিক প্রমাণ করে চলমান বিপিএলে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছেন থিসারা পেরেরারা।
একটি জুটিই পার্থক্য গড়ে দিল গতকালের দিনের ম্যাচে। পঞ্চম উইকেট জুটিতে ঢাকা ক্যাপিটালসের পক্ষে মাত্র ২৮ বলে ৮১ রানের জুটি গড়েন লিটন দাস ও থিসারা পেরেরা। ৮০ রানের একটি জুটি আছে সিলেট স্ট্রাইকার্সেরও। রনি তালুকদার ও অ্যারোন জোনস তৃতীয় উইকেট জুটিতে এ রান করেন। তবে তারা বল খরচ করেন ৫৬টি। এখানেই পার্থক্যটা হয়ে যায়। এ জুটির ব্যবধানটাই আর ঘোচাতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। না হলে ম্যাচে বেশির ভাগ সময় এগিয়েই ছিল সিলেট। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান করে ঢাকা ক্যাপিটালস। ১৪ ওভারে সিলেটের সংগ্রহ ছিল ১১৪ রান ৩ উইকেটে। পরের ৬ ওভারে আরও ৩টি উইকেট হারালেও ৯৫ রান যোগ করে ঢাকা। আর এ ৬ ওভারে সিলেট আরও ৪ উইকেট হারিয়ে করে ৭৬ রান। ঢাকা ক্যাপিটালসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিটন কুমার দাস। তিনি ৪৮ বলে ৪ চার ও ৪ ছক্কার মারে করেন ৭০ রান। দারুণ ফর্মে আছেন ঢাকার এ ওপেনার। পাশাপাশি ১৭ বলে ৩৭ রান করে রানের গতি বাড়িয়ে দেন থিসারা পেরেরা। তিনি বল হাতে ২টি উইকেট শিকার করেন। পাশাপাশি দুটি ক্যাচ লুফে নেন। ম্যাচসেরার পুরস্কার জয় করেন ঢাকার অধিনায়ক থিসারাই। ম্যাচের পর পুরস্কার হাতে থিসারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, ‘আমরা কয়েকটি ম্যাচ হেরেছি। এ জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল।’
জয়টা প্রয়োজন ছিল সিলেট স্ট্রাইকার্সেরও। জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দলটি। শেষ ওভারের প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বল ওয়াইড এবং পরের বলে ৪ মেরে লক্ষ্যটা ছোট করে দিয়েছিলেন সামিউল্লাহ শিনওয়ারি। কিন্তু পরের ৪টি বলে ২ উইকেট হারিয়ে জয় হাতছাড়া করে সিলেট। মুস্তাফিজুর রহমান শেষ ওভারে ১৬ রান দিয়ে ঢাকাকে ৬ রানের জয় উপহার দেন। সিলেটের পক্ষে রনি তালুকদার ৪৪ বলে ৬৮, অ্যারোন জোনস ৩২ বলে ৩৬, জাকের আলি ১৩ বলে ২৮ এবং আরিফুল হক ১৩ বলে ২৯ রান করে দলকে জয়ের পথেই এগিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ দিকে পথ হারায় দলটি। ম্যাচের পর সিলেটের অধিনায়ক আরিফুল বললেন, ‘আমাদের ব্যাটিংয়ে আরও ভালো করতে হবে। বোলিংয়েও ভালো করতে হবে।’ ৯ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে ৬ নম্বরে উঠল ঢাকা। ৪ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে ৭-এ নেমে গেল সিলেট। বাকি সব ম্যাচ জিতেও এ দুটি দলের পক্ষে শীর্ষ ৪-এ স্থান নেওয়া কঠিন হবে।