বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। তিনি ১১০ ম্যাচ খেলে ৩ হাজার ৬৪৪ রান করেছেন। এ তালিকায় দুই নম্বরে আছেন মুশফিকুর রহিম। তিনি ১৩২ ম্যাচে ৩ হাজার ৩২৪ রান করেন। ১২৬ ম্যাচে ২ হাজার ৬০৮ রান করে তিন নম্বরে আছেন এনামুল হক।