ঢাকা ছাড়ার আগে প্রতিপক্ষ দলগুলোকে সতর্কবার্তা দিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। টার্গেটও সেট করেছিলেন। অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ যুব বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে সুমাইয়াদের প্রস্তুতিটা একেবারে খারাপ হয়নি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজ ড্র করে। এরপর মালয়েশিয়ার মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারায়। এ আত্মবিশ্বাস নিয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ শুরু করে। গতকাল বাংগিতে আইসিসি সহযোগী দেশ নেপালকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে নারী যুব বিশ্বকাপে। ব্যবধান বড় হলেও সুমাইয়া বাহিনীর ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
গতকাল ছিল অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের উদ্বোধণী দিন। আরও পাঁচটি ম্যাচ হয়েছে। ফল হয়েছে অস্ট্র্রেলিয়া-স্কটল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচের। বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড, পাকিস্তান-নিউজিল্যান্ড এবং নাইজেরিয়া-সামোয়া ম্যাচ। অস্ট্র্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটের বড় ব্যবধানে স্কটল্যান্ডকে এবং দক্ষিণ আফ্রিকা ২২ রানে নিউজিল্যান্ডকে হারায়। নাইজেরিয়া-সামোয়া এবং পাকিস্তান-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ পরিত্যক্ত হয় বল মাঠে গড়ানোর আগেই। ইংল্যান্ড শুরুতে ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে। আয়ারল্যান্ড ৩.৫ ওভারে ২ উইকেটে ২৮ রান তোলার পর ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দল। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। গ্রুপের বাকি তিন দল নেপাল, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ সুমাইয়াদের। নারী দলের মূল শক্তি বোলিং। ব্যাটিং দুর্বলতা নিয়েই খেলছে। গতকাল বাংগিতে নেপালকে ৫২ রানে গুটিয়েও জিততে ৫ উইকেট হারিয়েছে সুমাইয়া বাহিনী। টস হেরে নেপাল ব্যাটিং করে। ১৮.২ ওভারে মাত্র ৫২ রান করে তারা। দলটির পক্ষে মাত্র দুজন সানা প্রাভিন (১৯) ও সীমানা সিসি (১০) দুই অঙ্কের রান করেন। নারী দলের পক্ষে ম্যাচসেরা জান্নাতুল মাওয়া ১১ রানে ২ উইকেট নেন। তবে সুমাইয়া বাহিনী দারুণ ফিল্ডিংয়ে পাঁচটি রানআউট করে। জান্নাতুল মাওয়া নেন ২ উইকেট এবং একটি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোবা।
টার্গেট ৫৩ রান। ২.৪ ওভারের মধ্যে ১১ রানে সাজঘরে ফেরেন ওপরের সারির তিন ব্যাটার। চতুর্থ উইকেট জুটিতে সাদিয়া আক্তার ও অধিনায়ক সুমাইয়া ২১ রান যোগ করে দলের বিপর্যয় রোধ করতে চেষ্টা করেন। সাদিয়া ২৪ বলে ১৬ ও সুমাইয়া ১২ রান করেন ২৪ বলে। আরেক সুমাইয়া ওপেন করতে নেমে ৩ বলে ১ চারে ৪ রান করেন। শেষদিকে আফিয়া আসিমা ও জান্নাতুল মাওয়া অবিচ্ছিন্ন থেকে জয় তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল অনূর্ধ্ব-১৯ : ১৮.২ ওভারে ৫২ (সানা ১৯, সীমানা ১০, রিয়া ৫*। নিশিতা ৪-১-১৩-১, ছোঁয়া ৪-০-৭-১, আনিসা ৩.২-০-৬-১, জান্নাতুল মাওয়া ৪-০-১১-২, সুমাইয়া ২-০-৮-০, হাবিবা ১-০-৭-০)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৫৩/৫, ১৩.২ ওভার (সুবর্ণা ৪, ছোঁয়া ১, জুয়াইরিয়া ২, সাদিয়া ইসলাম ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*, জান্নাতুল মাওয়া ৫*। রচনা ৩.২-০-১৬-১, রিয়া ৩-০-১০-১, সীমানা ৩-১-১০-১, পূজা ৩-০-১১-১, আনু ১-০-৬-০)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাঁচ উইকেটে জয়ী
ম্যাচসেরা : জান্নাতুল মাওয়া