নোভাক জোকোভিচের বয়স ৩৭। দাপটের সঙ্গে এখনো টেনিস খেলছেন সার্বিয়ান টেনিস তারকা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ১১তম শিরোপা জিততে খেলছেন। গতকাল সেরা ১৬-তে জায়গা করে নিতে টমাস ম্যাকহাককে সরাসরি ৬-১, ৬-৪ ও ৬-৪ সেটে হারিয়েছেন জোকোভিচ। এ ছাড়া পুরুষ বিভাগে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছেন স্পেনের কার্লো আলকারেজ। স্প্যানিশ টেনিস তারকা ৬-২, ৬-৪, ৬-৭ ও ৬-২ গেমে হারিয়েছেন নুনো বোর্জেসকে। পুরুষ বিভাগে জোকোভিচ, আলকারেজের সঙ্গী হয়েছেন আলেকজান্ডার জাভারেভ। তিনি হারিয়েছেন জ্যাকভ ফার্নলিকে ৬-৩, ৬-৪ ও ৬-৪ সেটে। নারী বিভাগে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা, ওলগা ড্যানিলোভিক, ডোনা ভেকিক, কোকো গাওফ। সাবালেঙ্কা সরাসরি ৭-৬ ও ৬-৪ সেটে হারিয়েছেন ক্লারা টওসনকে, ওলগা ড্যানিলোভিক ৭-৬ ও ৬-১ সেটে হরিয়েছেন জেসিকা পাগুলাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গাওফ ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন কানাডার লায়লা ফার্নান্দেজকে। জোকোভিচ ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সর্বোচ্চ ১০ বার।
ফ্রেঞ্চ ওপেন তিনবার, উইম্বল্ডন সাতবার এবং ইউএস ওপেন চারবার। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে সোনাও জিতেছেন।