দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ দিনে দিনে আরও ভয়ংকর হয়ে উঠছেন বিপিএলে। রান বন্যার এ টুর্নামেন্টে কৃপণ বোলারদের মধ্যে অন্যতম তিনি। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। টুর্নামেন্টে মোট ১৬ উইকেট শিকার করেছেন তিনি। তার উইকেট শিকারের গড় ১০.৭৫। ৭ ম্যাচে মোট ২৭ ওভার বোলিং করে দিয়েছেন কেবল ১৭২ রান। ওভারপ্রতি রান ৬.৩৭। তাসকিনই কেবল নন, গতকাল রাজশাহীর পক্ষে ভালো বোলিং করেছেন সানজামুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, আফতবা আলমরাও। ব্যাটিংয়ের পর দুরন্ত বোলিংয়ে স্ট্রাইকার্সকে ধরাশায়ী করেছে দুর্বার রাজশাহী। গতকাল সাগরিকার মাঠে বিপিএলের ২৩ নম্বর ম্যাচে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০ চার ও ১২ ছক্কায় ১৮৪ রান করে দুর্বার রাজশাহী। জবাবে ১১৯ রানেই শেষ হয় সিলেটের ইনিংস। ৬৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন এনামুল হক বিজয়রা। রানের দিক দিয়ে এবারের বিপিএলে এটা তৃতীয় সেরা জয়। এ জয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৪ নম্বরে উঠে এসেছে দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্স ৪ পয়েন্ট নিয়ে নেমে গেল ৬ নম্বরে। দুর্বার রাজশাহীর পক্ষে খুব বড় স্কোর করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪১ রান করেছেন রায়ান বার্ল। তবে বিজয় ৩২, জিশান ২০, হ্যারিস ১৯, ইয়াসির ১৯, আকবর ১৪, মৃত্যুঞ্জয় ১২ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। সিলেটের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন জাকির হাসান। এ ছাড়া জর্জ মুনসে ২০ এবং জাকের আলি ৩১ রান করেন। ২৫ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন সানজামুল। বাঁ হাতি স্পিনার সানজামুল নতুন বলে বোলিং করেন গতকাল। অসাধারণ বোলিং করে ম্যাচসেরা সানজামুল বলেন, ‘আমার দায়িত্ব ছিল নতুন বলে রান আটকানো। সেই কাজটা করতে পেরে ভালোই লেগেছে।’ পুরো টুর্নামেন্টই ধারাবাহিক বোলিং করেছেন ডান হাতি পেসার তাসকিন আহমেদ।